Italian PM calls for opening "new page" in ties with Bangladesh

 Italian PM calls for opening "new page" in ties with Bangladesh 


UN Headquarters, New York, September 24: Italian Prime Minister Giorgia Meloni on Tuesday called to open "a new pag



e" in the relationships between Rome and Dhaka, saying Italians are friends of Bangladesh.


The Italian Prime Minister made the call when she met Chief Adviser Professor Muhammad Yunus on the sideline of the annual UN General Assembly meeting at the UN headquarters in New York.


Professor Yunus gave a brief outline of the student-led mass uprising, which he said has created new opportunities in Bangladesh, pressing "the reset button" for the entire nation.


Meloni said Italy would support the Professor Yunus-led Interim Government in its move to carry out vital reforms in key sectors.


"Absolutely, you can count on us," she said.  


"Let's try to open a new page in our relationship," she added.


The Chief Adviser has urged the Italian leader to formalise migration from Bangladesh, paving the way entry of more Bangladeshi workers in Italy through the legal channels, which he said would cut risky illegal migration.


Meloni agreed, saying both nations should work together to stop irregular migration and conduct training for people planning to work in Italy.


Energy and Power adviser Fouzul Kabir Khan and SDG Coordinator Lamiya Morshed and chief of protocol Khandaker Masudul Alam were present during the meeting.


নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।  বৈঠকে রোম-ঢাকার সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরুর আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘ইতালিয়রা বাংলাদেশের বন্ধু’।

এসময় শিক্ষার্থীদের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি ইতালির প্রধানমন্ত্রীকে জানান, এই অভ্যুত্থান পুরো জাতির জন্য ‘রিসেট বোতাম’ চাপার মতো বাংলাদেশে নতুন সুযোগ সৃষ্টি করেছে।

মেলোনি জানান, গুরুত্বপূর্ণ সংস্কারের পদক্ষেপে ইতালি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে। তিনি বলেন, ‘অবশ্যই, আপনি আমাদের উপর নির্ভর করতে পারেন। আসুন, আমাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর চেষ্টা করি।’

এসময় প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে অভিবাসনের আনুষ্ঠানিক কার্যক্রম বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। তিনি জানান, বৈধ চ্যানেলের মাধ্যমে ইতালিতে আরও বেশি বাংলাদেশি শ্রমিকের প্রবেশের পথ প্রশস্ত হলে, ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন হ্রাস পাবে।

মেলোনি সম্মত হয়ে বলেছেন, উভয় দেশেরই অনিয়মিত অভিবাসন বন্ধ করতে এবং ইতালিতে কাজ করতে আগ্রহীদের কর্ম দক্ষতাবৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য একযোগে কাজ করা উচিত।

এ বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফয়জুল কবির খান, এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মোর্শেদ এবং চিফ অব প্রটোকল খন্দকার মাসুদুল আলম উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

Joe Biden will continue the election campaign, vowing to defeat Trump

Viral News: This woman earns 9 lakh rupees just by sleeping, you will be

YouTuber Jack Doherty destroys McLaren during live stream