Karim A.A. Khan KC, ICC
Karim A.A. Khan KC, ICC Chief Prosecutor, meets with Bangladesh Chief Adviser Professor Muhammad Yunus on the sidelines of the UNGA. Discussions included the Rohingya genocide and ways and means to file a crime against humanity case against the perpetrators of the July-August massacre. Khan also appreciates the Chief Adviser’s three points regarding the Rohingya crisis.
আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের সঙ্গে নিউইয়র্কে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে চলাকালীন যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন।
Comments